পূর্ব তেজতুরি বাজার এলাকায় রেলওয়ে বস্তিতে আগুন
ই-বার্তা ।। রাজধানীর পূর্ব তেজতুরি বাজার এলাকায় কারওয়ান বাজারসংলগ্ন রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মোহাম্মদ আনিস আগুন নিয়ন্ত্রণে আসার খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার বেলা ১২টা ২৫ মিনিটে কারওয়ান বাজারের পূর্ব তেজতুরি বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় বেলা ১২টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
Comments are closed.