অগ্নিকাণ্ডে কেউ দায়ী চিহ্নিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা: নওফেল
ই- বার্তা ডেস্ক।। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চট্টগ্রামে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। অনেকে অভিযোগ করেছেন আগুন লাগিয়ে দেয়া হয়েছে। তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করা হবে। তদন্তে কেউ দায়ী হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রকৃত দায়ীদের প্রয়োজনে গ্রেফতার করা হবে।
আজ সোমবার দুপুরে চাক্তাইয়ের ভেড়া মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, এ ঘটনায় দায়ীদের অবশ্যই চিহ্নিত করা হবে। অথবা কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে তা নির্ণয় করা হবে। ইতিমধ্যে যেসব কথা বিভিন্নভাবে উঠেছে তা যাচাই করা হবে।্ম
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আরও বলেন, সরকার বিষয়টিকে কোনোভাবেই অবহেলা করছে না। জায়গার মালিকানা নিয়ে যে বিতর্ক হচ্ছে তা-ও সমাধান করা হবে প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে।
তিনি বলেন, মনগড়া কথা বলে প্রকৃত ঘটনা আড়াল করা ঠিক হবে না। কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না। প্রধানমন্ত্রী মানবতার জননী হিসেবে স্বীকৃত। তাই পুনর্বাসনের বিষয়টিও বিবেচনা করা হবে আইনি কাঠামোর মধ্যে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম