অনশন অব্যাহত রেখেছে ঢাবি শিক্ষার্থীরা
ই-বার্তা ডেস্ক।। পুনঃনির্বাচনের দাবিতে অনশন অব্যাহত রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পুনঃনির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গতকাল সন্ধ্যা থেকে শুরু করা পাঁচ শিক্ষার্থীর এ অনশন এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।
অনশনে নামা শিক্ষার্থীরা হলেন- দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও জগন্নাথ হল ইউনিয়নের সদস্য প্রার্থী অনিন্দ্য মন্ডল, কম্পিউটার সাইন্স ও টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক প্রার্থী তৌহিদ তানজিন, পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শহিদুল্লাহ হল ইউনিয়নের সাহিত্য বিষয়ক সম্পাদক প্রার্থী শোয়েব মাহমুদ, পপুলেশন সাইন্স বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ও মহসিন হল ইউনিয়ন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রার্থী মো. মঈনুদ্দিন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিজয় ও একাত্তর হলের ছাত্র রনি হোসেন।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ