অবশেষে আইপিএল খেলার ছারপত্র পেলেন মালিঙ্গা
ই-বার্তা ডেস্ক।। অবশেষে শ্রীলংকা ক্রিকেট বোর্ড থেকে আইপিএল খেলার ছারপত্র পেলেন লাসিথ মালিঙ্গা। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আগামী দুই ম্যাচেই খেলবেন তিনি।
এর আগে এসএলসি সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপের লংকান দলে জায়গা পেতে হলে ঘরোয়া প্রাদেশিক টুর্নামেন্ট খেলতে হবে মালিঙ্গাকে। তাই দেশের জন্য আইপিএলের প্রথম ছয় ম্যাচ খেলবেন না তিনি। পরে সেই বোর্ডকে অনুরোধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। অনুরোধ গ্রহণ করেছে শ্রীলংকান কর্তৃপক্ষ।
আইপিএলের শুরু থেকেই চোটেজর্জর মুম্বাই শিবির। চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন অ্যাডাম মিলনে। এছাড়া এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েছেন পেসার জাসপ্রিত বুমরাহ। ফলে মালিঙ্গার ফেরার খবর স্বস্তি দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে। তিনি ফিরলে বোলিং লাইনআপ কিছুটা হলেও শক্ত হবে দলটির।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ