অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা
ই-বার্তা ডেস্ক।। মেসির প্রত্যাবর্তনের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের হারের লজ্জ্বায় পড়তে হয়েছিল আর্জেন্টিনাকে। একটি জয়ের ক্ষুধায় থাকা আর্জেন্টিনা অবশেষে পেয়েছে তাদের সেই কাঙ্খিত জয়।
মঙ্গলবার রাতে এঞ্জেল কোরেরার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জয় পেলেও মাঠের খেলায় ভক্তদের মন জোগাতে পারেনি লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার এলোমেলো ফুটবলের বিপরিতে গোছালো ফুটবলে মেসি বিহীন আর্জেন্টিনাকে চেপে ধরে মরক্কো। ম্যাচের ৮৩ মিনিটে এঞ্জেল কোরেরার গোল ছাড়া বলার মতো কোন আক্রমণ করতে পারেনি তারা। গোল করলেও বল দখলে পিছিয়ে ছিল আকাশি-সাদা জার্সিধারীরা।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দল মিলিয়ে ফাউল করে মোট ৪৯টি! এরমধ্যে আর্জেন্টিনা ফাউল করেছে ২৭ বার। এ থেকেই বোঝা যায় আসলে খেলার চেয়ে ধাক্কাধাক্কিই বেশি হয়েছে।
দুই ম্যাচের জন্য দলে এসে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি। তাই দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারেননি পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়ের।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু