অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীকে সুস্বাদু বলাই সমালোচনার মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট

ই-বার্তা ডেস্ক ।। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের স্ত্রীকে ‘ডেলিশিয়াস’ বা সুস্বাদু অভিহিত করে সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন।বুধবারের অস্ট্রেলিয়ায় টার্নবুলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্ম দেন ম্যাক্রন।

 

 

সেখানে অস্ট্রেলিয়া সফরকালে দুই নেতার মধ্যে হওয়া দ্বিপাক্ষিক আলোচনা, সমঝোতা নিয়ে কথা বলার ফাঁকেই ম্যাক্রন টার্নবুলের স্ত্রী লুসি টার্নবুলকে নিয়ে কথা বলেন।তিনি বলেন, আপনাকে (টার্নবুল) এবং আপনার ডেলিশিয়াস স্ত্রীকে উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ।

 

ভরা সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্টের এহেন মন্তব্যে মুহূর্তে সমালোচনার ঝড় বয়ে যায়।প্রধানমন্ত্রীর স্ত্রীর উদ্দেশ্যে করা ফরাসি প্রেসিডেন্টের কুরুচিকর মন্তব্যকে কটাক্ষ করে অস্ট্রেলিয়ার সাংবাদিকরা বলেন, একজন ফরাসি ফ্রান্স ছাড়লেও তার মধ্যে থেকে ফরাসি খাসলত চলে যায় না।

 

তখন ফরাসি সাংবাদিকদের একপক্ষ ঘটনাটিকে হাল্কা করার জন্য বলেন, ফরাসি ম্যাক্রন হয়তো ইংরেজি ‘ডেলিশিয়াস’ শব্দটির ঠিক অর্থ বুঝতে পারেননি।তবে তাতে চিঁড়ে ভেজেনি। অস্ট্রেলিয় সংবাদমাধ্যমে ম্যাক্রনকে তুলোধনা করে বলেছে, শুধু একজন ফরাসি প্রেসিডেন্টের পক্ষেই সম্ভব এভাবে তাদের দেশের প্রধানমন্ত্রীর স্ত্রীকে ‘ডেলিশিয়াস’ বলা।

 

একজন রাষ্ট্রনেতার স্ত্রীর সম্পর্কে এধরনের আপত্তিকর মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং–এর শিকার হচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন।

 

 

 

ই-বার্তা /ডেস্ক