আফগানিস্তানের কাছ থেকে বাংলাদেশের শেখার কিছু নেইঃ রিয়াদ
ই-বার্তা ডেস্ক।। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন, আফগানিস্তান ভালো টেস্ট ক্রিকেট খেলেছে। কিন্তু তিনি এটাও বলেছেন আফগানদের কাছ থেকে বাংলাদেশের শেখার কিছু নেই।
ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিয়াদ বলেন, ‘আমার মনে হয় না আফগানদের কাছ থেকে তেমন কিছু শেখার আছে। আমাদের ভুলের পরিমাণ বেশি ছিল এ কারণে ফল হয়তো ভালো হয়নি। তাছাড়া ওদেরও কৃতিত্ব দিতে হবে, তারা ভালো ক্রিকেট খেলেছে। একই সময়ে আমরা খুব বাজে ক্রিকেট খেলছি।’
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ দল। এরপর ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে রশিদ খানের নেতৃত্বাধীন দলটির বিপক্ষে দুই ম্যাচ খেলে একটিতে জয় পায় বাংলাদেশ। অন্যটিতে হেরে যায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল।
১৯ বছর ধরে টেস্ট খেলা বাংলাদেশ, নিজেদের ১১৫তম ম্যাচে তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানদের বিপক্ষে হেরে যায়। টেস্টে একিবারে নবীন দলের বিপক্ষে হেরে যাওয়া প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘টেস্টে আমাদের পারফরম্যান্স হতাশাজনক ছিল। বিশ্বাস করি এর চেয়ে ভালো খেলার সামর্থ্য আমাদের আছে। টেস্ট শেষে নিজেদের মধ্যে কথা হয়েছে। তখন চিন্তা করলাম আমাদের ভালোভাবে ঘুরে দাঁড়াতে হবে।’
জাতীয় দলের এ অলরাউন্ডার আরও বলেন, ‘মনোবলে একটু পিছিয়ে থাকায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও আমরা হেরে গেলাম।তবে সবার মধ্যে যে জয়ের স্পৃহা কাজ করেছে সেটা কাজে দিয়েছে। চেষ্টা থাকবে এটা যেন পুনরাবৃত্তি না হয়।’
ই-বার্তা/সালাউদ্দিন সাজু