ইংলিশ প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন মৌসুমের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের খেলা। লিগ শেষ হবে আগামী বছরের ২৩ মে।
বৃহস্পতিবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে নতুন মৌসুমের সূচি প্রকাশ করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
মহামারী করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ মৌসুম দেরিতে শেষ হওয়ায় নতুন মৌসুম শুরু হতেও দেরি হচ্ছে।
তিন দশক অপেক্ষার পর গত মাসে শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। শিরোপা উদযাপনের এক মাস শেষ হতেই শুরু হচ্ছে নতুন মৌসুমের খেলা।
মৌসুমের শুরুর দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হবে ১৬ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে ফেরা লিডস ইউনাইটেড।