ইতিহাস গড়ে ইনিংস ঘোষণা করল নিউজিল্যান্ড
ই- বার্তা ডেস্ক।। বাংলাদেশি বোলারদের রীতিমত নাস্তানাবুদ করে ছারলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। যে এলেন সে-ই রানের ফোয়ারা ছোটালেন।দুই ওপেনারের উড়ন্ত সূচনার পর কেন উইলিয়ামসনের হার না মানা ডাবল সেঞ্চুরি , শেষ দিকে গ্রান্ডহোমের ঝড়ো ফিফটি । এতে রান পাহাড়ের উঁচু থেকে আরও উঁচুতে উঠল কিউইরা। ৪৮১ রানের বিশাল লিড ছুড়ে দিলেন।
সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড করে ৬ উইকেটে ৭১৫ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ডে। আগের সর্বোচ্চ ছিল ৬৯০। ২০১৪ সালে শারজায় এ রান করেছিল তারা। সে ম্যাচেও কেন উইলিয়াসন ২০০ রানে অপরাজিত ছিলেন ।
আগের দিনের ৪ উইকেটে ৪৫১ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে নিউজিল্যান্ড। দিনের খেলা শুরু করেন উইলিয়ামসন ও নাইটওয়াচম্যান নিল ওয়েগনার। শুরু থেকেই মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন উইলিয়ামসন এর ওয়েগনার। সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। হাফসেঞ্চুরির আশা জাগিয়েও ৪৭ রানে এবাদত হোসেনের বলে উইকেটে পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন ওয়েগনার ।
পরে বিজে ওয়াটলিংয়ের সঙ্গে জুটি গড়ে তোলেন উইলিয়ামসন। এ পথে টেস্ট ক্যারিয়ারে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক। ১২৬ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। নিজেদের রেকর্ডের এটিও একটি রেকর্ড দেশের ইতিহাসে সব চেয়ে কম ইনিংস খেলে ৬ হাজার রান এখন উইলিয়ামসনের দখলে। ১৪৫ ইনিংসে আগের রেকর্ড ছিল রস টেইলের। উইলিয়ামসন-ওয়াটলিং জুটিও দারুণ জমে উঠেছিল। লাঞ্চের ঠিক আগে মিরাজের বলে আউট হওয়ার আগে ওয়াটলিং করেছেন ৩১ রান।
উইলিয়ামসন তখন ও ঠান্ডা মাথায় এগিয়ে যেতে থাকেন ডাবল সেঞ্চুরির পথে। একপ্রান্তে অধিনায়ক উইকেট আঁকড়ে ধরে থাকলেও অপরপ্রান্তে রীতিমত তান্ডবলীলা চালান গ্রান্ডহোম । চার-ছক্কার ফুলঝুরিতে দিশেহারা করেন বাংলাদেশী বোলারদের। তবে উইলিয়ামসন দ্বিশতক এর পর ইনিংস ঘোষণা করায় তিন অংক ছোঁয়া হয়নি গ্র্যান্ডহোমের। ৫৩ বলে ৪ চারের বিপরীতে ৫ ছক্কায় ৭৬ রানের এক টর্নেডো ইনিংস অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে মিরাজ ও সৌম্য নেন ২টি করে উইকেট।
ই-বার্তা/আরমান হোসেন পার্থ