ইভিএম কারচুপির অভিযোগ অপ্রয়োজনীয় বিতর্কঃ মোদি
ই-বার্তা ডেস্ক।। লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলো বার বার ইভিএমে ভোট কারচুপির অভিযোগ করেছে। বিরোধীদের ইভিএম কারচুপির অভিযোগকে পাত্তা না দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এমন অভিযোগ ‘অপ্রয়োজনীয় বিতর্ক’।
ভোট গণনার ৪৮ ঘণ্টা আগে শরিক দলগুলিকে নৈশাহারে ডাকেন বিজেপির প্রধান অমিত শাহ। সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দল ও জোটের নেতাদের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। মোদির মুখে তখন তৃপ্তির হাসি। বুথ ফেরত জরিপের ভিত্তিতেই মোদিকে সংবর্ধনা দেয়া হয় বলে জানিয়েছে একটি সূত্র।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছ, নৈশভোজে ইভিএম নিয়ে চলতে থাকা বিতর্ক নিয়ে মুখ খুলেন মোদি। সেখানে গোটা ঘটনাকে অপ্রয়োজনীয় বিতর্ক বলে মন্তব্য করেন তিনি। নৈশভোজে বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দেন এনডিএ হল দেশ শাসনের অন্যতম স্তম্ভ।
আগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর জানা যাবে ভারতের চালকের আসনে আগামী পাঁচ বছরের জন্য কে বসতে যাচ্ছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু