উত্তর কোরিয়ায় ৩ জেলের হাতে ১৬ জেলে খুন
ই-বার্তা ডেস্ক।। উত্তর কোরিয়ায় ১৬ জেলেকে হত্যা করেছে অন্য তিন জেলে। হত্যার পর দু’জন দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গেলে তাদের আটক করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সে দেশের নৌবাহিনী।
দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ বলছে, উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা নাগরিককে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। তবে এ দুই ব্যক্তিকে তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মনে করছেন। তাই তাদের ফেরত পাঠানো হয়েছে।
আটক দু’জনকে দুই কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজম দিয়ে উত্তর কোরিয়ার হাতে হস্তান্তর করা হয়। আটকরা জানায়, তারা তিনজন মিলে অক্টোবরের শেষের দিকে জাহাজের ক্যাপ্টেনকে হত্যা করে। ক্যাপ্টেনকে হত্যার পর জাহাজের অন্য জেলেরা বিদ্রোহ ঘোষণা করলে তারা তিনজন একে একে ১৬ জনকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেয়। পড়ে তারা পালিয়ে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেয়।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু