উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে পেরু
ই-বার্তা ডেস্ক।। উরুগুয়েকে টাইব্রেকারে ৪-৫ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে পেরু। পোর্তো আলেগ্রেতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় চিলির বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে পেরু।
ব্রাজিলের ফন্তে নোভা অ্যারেনায় শনিবার রাতে উরুগুয়ের বিপক্ষে খেলতে নামে পেরু। ম্যাচের ১৫ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন সুয়ারেজ। ৩৭ মিনিটে কাভানি গোলপোস্টের বাইরে শট নেন। ৪১ মিনিটে দ্বিতীয়বার সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে উভয় দল বেশ কয়েকটি সুযোগ পেলেও কেউ কাজে লাগাতে পারেনি। নির্ধারিত সময় পর্যন্ত কোনো দল গোল করতে না পারলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৫-৪ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে পেরু।
টাইব্রেকারে সুয়ারেজের প্রথম শট বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন পেরুর গোলরক্ষক পাওলো গুরেরো। এর পরে প্রতিটি শটে উভয় দল গোল করলে কপাল পোড়ে সুয়ারেজ-কাভানিদের।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু