এখনই আন্দোলন নয়, আপাতত তথ্য-প্রমাণ সংগ্রহে ব্যস্ত বিএনপি
ইতোমধ্যেই প্রত্যেক আসনের প্রার্থীদের কাছে একটি বিশেষ ফরম পাঠিয়েছে তারা। ধারণা করা হচ্ছে, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতির অংশ হিসেবেই বিএনপি এসব করছে।
বিএনপি এখনই মাঠের কর্মসূচিতে না গিয়ে অগ্রাধিকারভিত্তিতে ভোটে কারচুপির দালিলিক প্রমাণ জোগাড় করে তা বই আকারে প্রকাশ করতে চাচ্ছে। এরপর সেটিকে প্রমাণ আকারে দাখিল করে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে।
সূত্র থেকে জানা গেছে, এ লক্ষ্যেই নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফলের সঠিক অনুলিপি দিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, গত দশ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা হামলা-মামলায় নাজেহাল অবস্থায় রয়েছে। বর্তমানে দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ প্রায় ২১ হাজার নেতা-কর্মী কারাবন্দী। এদের সবাইকে কারামুক্ত করাই দলের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।এই ভঙ্গুর অবস্থায় মাঠের কর্মসূচিতে না গিয়ে নেতা-কর্মীদের মনোবল ফিরিয়ে দল গোছানোর বিষয়টিতে গুরুত্ব দিতে চান দলের নীতিনির্ধারকরা।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম