এবার মারাঠি ছবিতে এন্ট্রি নিচ্ছেন বলিউড ডিভা

ই-বার্তা।।  সিনেমার নাম ‘বাকেট লিস্ট’৷ বলিউড কাঁপিয়ে মাধুরী এবার এন্ট্রি নিচ্ছেন মারাঠি ছবিতে৷ মুক্তি পেল সেই ছবির প্রথম পোস্টার৷ বাহুবলী ফ্রাঞ্চাইজির আকাশছোঁয়া সাফল্যের পর করণ জোহরের পরবর্তী আঞ্চলিক ভাষায় সিনেমা হল ‘বাকেট লিস্ট’৷ ছবিটি পরিচালনা করছেন তেজসপ্রভা বিজয় দেওস্কার৷

বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছে ছবির প্রথম টেজার৷ এক গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন মাধুরী৷ তাঁর নাম মাথুরা সানে৷

যেমন একজন আদর্শ স্ত্রী, তেমনি আদর্শ মা, আদর্শ বৌমা৷ তবে নিজের সবটা সংসারকে দেওয়ার জেরে তিনি ভুলতে বসেছিলেন তাঁর অতীতের বেশকিছু স্বপ্ন৷ কিন্তু সেই স্বপ্ন আদৌ পূরণ করতে পারবেন কিনা তা জানতে ২৫শে মে দেখতে হবে ‘বাকেট লিস্ট’৷ ছবিতে মাধুরীর বিপরীতে অভিনয় করছেন সুমিত রাঘবন৷

অভিনেত্রীকে এখনও অবধি  শেষ দেখা গেছে ২০১৪ সালে ‘গুলাব গ্যাং’ সিনেমায়৷ সেবছরই মুক্তি পেয়েছিল ‘ডেড ইশকিয়া’ নামক আর একটি ছবি৷ দুটোতেই তার অভিনয় দর্শকদের মন ভরিয়ে দিয়েছিল৷ তারপর চার বছর বাদে তিনি ফের আসছেন  সিলভার স্ক্রিন মাতাতে৷ তবে এবার মারাঠি সিনেমায়৷

preload imagepreload image