এবার সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল
ই-বার্তা ডেস্ক।। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে ইসরায়েলের হামলা এখন নিয়মিত ঘটনা। তবে এবার সিরিয়ায় ইরানি স্থাপনায় হামলা চালালো তারা। তাদের এই হামলায় অন্তত ১১ জন সিরীয় সরকারপন্থি যোদ্ধা নিহত হয়েছেন।
সামরিক বাহিনীর তথ্যমতে জানা যায়, তারা ইসরায়েলের অধিকাংশ মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
সংবাদ মাধ্যম বিবিসি এর বরাতে জানা গেছে ইসরায়েল দাবি করেছে, গতকাল রোববার রাতভর চালানো হামলায় ইরানি রেভল্যুশনারি গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের স্থাপনাসহ সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনীর স্থাপনাও এ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে শত্রুপক্ষ হামলা চালিয়েছে।
যুদ্ধক্ষেত্রে সিরিয়া সরকারের মিত্র হিসেবে কাজ করছে রাশিয়া। তাদের সামরিক বাহিনী বলেছে, সিরিয়ার সরকারি বাহিনী ৩০টিরও বেশি মিসাইল ভূপাতিত করেছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান