এরদোগানের প্রশ্ন, ক্রাইস্টচার্চ নিয়ে ইউরোপ নীরব কেন?
ই-বার্তা।। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার বিষয়ে নীরব থাকায় ইউরোপীয় নেতাদের কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান। একটি তুর্কি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে হামলাকারীকেও হুমকি দেন এরদোগান। খবর তুর্কি সংবাদমাধ্যম হুরিয়ান ডেইলির।
প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘মসজিদে হামলা নিয়ে ইউরোপ নীরব হয়ে আছে কেন? অন্যদিকে তাদের মিডিয়া এ ঘটনার খবর দেয়ার ক্ষেত্রে মুসলিমদের সঙ্গে প্রতারণা করছে।’
ক্রাইস্টচার্চ হামলাকারী তুরস্ককে টার্গেট করেছিলো দাবি করে এরদোগানের হুঁশিয়ারি, ‘তুরস্কে হামলা চালানোর সাহস করো না, তাহলে লাশ হয়ে কফিনে দেশে ফেরত যেতে হবে।’
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালান ব্রেন্টন ট্যারেন্ট নামে অস্ট্রেলীয় এক শ্বেতাঙ্গ বর্ণবাদী। এতে ৫০ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।
হামলার আগে ওই সন্ত্রাসী একটি মেনিফেস্টো পাঠায়; যাতে তুরস্কের ইস্তাম্বুল শহরকে খ্রিস্টানদের সম্পত্তি বলে উল্লেখ করে তা তুরস্কের হাত থেকে উদ্ধারের অঙ্গীকার করা হয়।
এরদোয়ান বলেন, ‘আমরা এখানে হাজার বছর ধরে আছি এবং কিয়ামত পর্যন্ত থাকব। তোমরা ইস্তাম্বুলকে কনস্টান্টিনোপলে পরিণত করতে পারবে না। তোমাদের দাদারাও এসেছিল এবং লাশ হয়ে ফেরত গেছে। কোনো সন্দেহে নেই তোমাদেরকেও আমরা লাশ বানিয়ে ফেরত পাঠাব।’