কারওয়ানবাজারে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ, নিহত ১
ই-বার্তা ডেস্ক।। রাজধানীর কাওরান বাজার ফ্লাইওভারের নিচে রেলক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ রবিবার ভোর সাড়ে ৩ টার দিকে রাজধানীর কারওয়ান বাজার ফ্লাইওভারের নিচে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিগন্যাল অমান্য করে একটি ট্রাক রেল লাইনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রকিবুল হোসেন জানান, রবিবার ভোর সাড়ে ৩ টার দিকে কাওরান বাজার ফ্লাইওভারের নিচে একটি ট্রাক সিগন্যাল অমান্য করে রেললাইনে উঠে যায়। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা টঙ্গীগামী একটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ওই ট্রাকের ভেতরে থাকা ঐ ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন।