কাশ্মীরে ক্ষতিগ্রস্তদের পাশে ধোনিরা
ই-বার্তা ডেস্ক।। আইপিএলের উদ্বোধনী ম্যাচ থেকে উপার্জিত অর্থ কাশ্মীর হামলায় প্রাণ হারানো সেনাসদস্যদের পরিবারের মাঝে বিলিয়ে দেবেন ধোনি ও তাঁর দলের বাকি সদস্যরা।
আইপিএলের প্রথম ম্যাচেই দেখা যাবে তারার লড়াই। বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেটের দুই তারকা সাবেক ও বর্তমান কাপ্তান মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি মুখোমুখি হবেন প্রথম ম্যাচেই। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই ম্যাচ। আর এই আগ্রহটাই কাজে লাগাতে চাচ্ছেন ধোনিরা। ম্যাচ ফির পুরোটাই কাশ্মীর হামলায় নিহত সেনাসদস্যদের পরিবারকে দিয়ে দেবেন চেন্নাইয়ের সব খেলোয়াড়। গতকাল এই খবর নিশ্চিত করেছেন চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপক রাকেশ সিং।
চেন্নাইয়ে আগামী পরশু শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে গতবারের চ্যাম্পিয়নরা অভিযান শুরু করছে। আর সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে। উত্তেজনার পারদের মাত্রা এত চড়া কেননা লড়াই টা হবে কোহলি বনাম ধোনির মধ্যেকার ।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ