কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
ই- বার্তা ডেস্ক।। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় টমটমের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার বিকেলে কটিয়াদীর উজানচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম মনির হোসেন মুকুল। তিনি কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের চরকাওনা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি কুলিয়ারচর উপজেলার গোবরিয়া ফাজিল মাদরাসার বিএসসি শিক্ষক ছিলেন।
কটিয়াদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শামা মো. ইকবাল হায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সুত্র থেকে জানা গেছে, মাদরাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মুকুল। কটিয়াদী-ভৈরব আঞ্চলিক মহাসড়কের উজানচর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি টমটম তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মাদরাসার শিক্ষক মুকুল। গুরুতর অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম