কেইনের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে ইংল্যান্ড
ই-বার্তা ডেস্ক।। হ্যারি কেইনের দুর্দান্ত হ্যাটট্রিকে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে দাপুটে জয়ের ধারা অব্যাহত রেখেছে ইংল্যান্ড।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার বাছাইয়ে ‘এ’ গ্রুপে বুলগেরিয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে ইংল্যান্ড। বাকি গোলটি করেছেন রাহিম স্টার্লিং।
এর আগে, চেক রিপাবলিককে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে মন্টেনেগ্রোকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। টানা তিন দাপুটে জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।
১৯তম মিনিটে রাহিম স্টার্লিংয়ের ক্রসে কেইন জাল খুঁজে পেলেও অফসাইডের কারণে গোল হয়নি। পাঁচ মিনিট পর ম্যাচের ২৪তম মিনিটে গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় ইংল্যান্ড। চারপাশে বেশ কজন ইংলিশ ফুটবলার থাকলেও ছোট করে গোলকিক নেন প্লামেন। সতীর্থের কাছ থেকে ফিরতি বল পেয়ে এবার বাঁ দিকে থাকা আরেক জনের কাছে ঠেলে বিপদ ডেকে আনেন তিনি। দ্রুত বলের নিয়ন্ত্রণ নেওয়া স্টার্লিংয়ের ব্যাক পাস থেকে লক্ষ্যভেদ করেন টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড কেইন। বিরতির পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। ডি-বক্সের মধ্যে মারকাস র্যাশফোর্ড ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
৫৫তম মিনিটে তৃতীয় গোলটি করেন রাহিম স্টালিং। আর ৭৩তম মিনিটে আরেকটি স্পট কিকে হ্যাটট্রিক পূরণ করেন কেইন। ম্যাচের বাদবাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু