কোটা সংস্কার আন্দোলনঃ অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক
ই-বার্তা।। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
গতকাল বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচির ডাক দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর বর্বরোচিত হামলা, নারী নিপীড়ন, মামলা, রিমান্ডের নামে নির্যাতন বন্ধ ও আটকদের নিঃশর্ত মুক্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এ কর্মসূচি আহ্বান করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক আরো জানান, হামলাকারীদের শাস্তি নিশ্চিত ও কোটা সংস্কার আন্দোলনে আটকদের মুক্তি না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।