কোটি কোটি টাকার কোকেন ভেসে আসছে সমুদ্রের ঢেউয়ে
ই- বার্তা ডেস্ক।। মাদক দ্রব্য কোকেন ভেসে আসছে প্রতিদিন সমুদ্রের ঢেউয়ে।
আর তাই বন্ধ করে দিতে হয়েছে বেশ কয়েকটি সমুদ্র সৈকত।
ফ্রান্সে আটলান্টিকে সাগরের তটে অক্টোবর শেষের দিক থেকে প্রতিদিন গড়ে প্রায় একশো কিলোগ্রাম করে কোকেন ভেসে আসছে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন সে দেশের এক আধিকারিক। কোকেনগুলি ।
উচ্চমানের কোকেনগুলো প্যাকেটবন্দি হয়ে ভেসে আসছে, ভেসে এলেও কোনও রকম বিকৃতি ঘটেনি। সৈকত বন্ধ করে পুলিশ প্রহরা বসানো হয়েছে, যেন সাধারণ মানুষের হাতে সেগুলি না পড়ে।
কয়েকশো কোটি টাকার এমন মাদক কী ভাবে কোথা থেকে আসছে, তা নিয়ে তদন্ত চলছে। মঙ্গলবার পর্যন্ত মোট এক হাজার ১০ কিলোগ্রাম কোকেন উদ্ধার হয়েছে বলে জানা গেছে। খবর আনন্দবাজারের।