ক্যানসারকে পরাজিত করে শুটিংয়ে ইরফান খান
ই-বার্তা ডেস্ক ।। ইরফান খান পুরোপুরি সুস্থ হয়েছেন। শিগগিরই শুরু করবেন ‘হিন্দি মিডিয়াম টু’ সিনেমার শুটিং। এমনটাই জানালেন হিন্দি মিডিয়াম সিনেমার পরিচালক তিগমাংশু ধুলিয়া।
তিগমাংশু ধুলিয়া জানিয়েছেন, ইরফান এখন ভারতেই আছেন এবং পুরো সুস্থ আছেন। গত বছরের আগস্ট মাসে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও ইরফানের ক্যানসারের কারণে শুটিং পেছানো হয়।
একটি সাক্ষাৎকারে তিগমাংশু ধুলিয়া বলেন, ‘ভারতে ফেরার পরে আমি তার সঙ্গে দেখা করেছি। তিনি পুরো সুস্থ আছেন এখন। ইরফান জানিয়েছেন তিনি শিগগিরই ‘হিন্দি মিডিয়াম টু’ সিনেমার শুটিং শুরু করবেন।’
গত বছরের মার্চে চিকিৎসার জন্য লন্ডনে উড়াল দেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। সেখানে গিয়ে তিনি নিশ্চিত হন বিরল ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। দীর্ঘ এক বছর পর তার সুস্থতার খবর পাওয়া গেল। -পিঙ্ক ভিলা
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া