গণভবনে যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা
ই-বার্তা ডেস্ক।। গণভবনে যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা। শুক্রবার দুপুরে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল গণভবনে যাবেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে জাহাঙ্গীর আলম মিন্টু সাংবাদিকদের জানিয়েছেন, ২ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে চা-চক্রের আমন্ত্রণ জানানো হয়েছে সে বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় আলোচনা হয়েছে। ঐক্যফ্রন্ট নেতারা সিদ্ধান্ত নিয়েছেন তারা চা-চক্রে অংশ নেবেন না। আর এ বিষয়টি চিঠির মাধ্যমে জানাতে আমরা শুক্রবার গণভবনে যাবো।
প্রতিনিধি দলটির সদস্য হলেন- জাহাঙ্গীর আলম মিন্টু, আজমন আরা চন্দা, জাহাঙ্গীর আলম প্রধান ও লতিফুল বারী হামিম।
সূত্র থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর উদ্দেশে দেয়া চিঠিতে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সই রয়েছে।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু