ক্রাইস্টচার্চে ট্রাজিডিতে মুসল্লিদের বাঁচাতে লড়ে যান গুলিবিদ্ধ দাউদ
ই-বার্তা ডেস্ক।। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় ঝড়ে গেছে ৫০ প্রাণ। গুরুতর আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
মুসল্লিদের ওপর নামাজরত অবস্থায় এমন নৃশংস হামলায় আরও কয়েক প্রাণ শেষ হয়ে যেত পারত। হামলার সময় কয়েকজনের সাহসী ভূমিকায় বেঁচে যান অনেকে।
সাহসী ভূমিকা রাখাদের একজন দাউদ নবী (৭১)।বন্দুকধারীর গুলির সময় দাউদ নবী অন্য মুসল্লিদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন।এসময় গুলিবিদ্ধ হন দাউদ নবী। গুলি খেয়েও অন্যদের বাঁচাতে প্রানান্তকর চেষ্টা চালিয়ে যান এই বৃদ্ধ। দাউদ নবীর ছেলে ওমর নবীরও সেই মসজিদে থাকার কথা ছিল। কিন্তু কাজ থাকায় হামলার সময় মসজিদে যাওয়া হয়নি তার।
ওমর নবী জানান, তার বাবা একজন সাধারণ মানুষ ছিলেন। পেশায় তিনি একজন প্রকৌশলী ছিলেন। আফগানিস্তান থেকে ১৯৮০ সালে নিউজিল্যান্ডে অভিবাসী হন।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ