চীনকে আলাদা করার চেষ্টা করলে পরিণাম ভয়াবাহ হবে
ই-বার্তা ডেস্ক।। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাইরের কোনো শক্তি চীনকে বিভক্ত করার চেষ্টা করলে পরিমাণ ভয়াবহ হবে। গতকাল নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি বার্তা দেন তিনি।
অনেকেই ধারণা করছে, হংকং প্রসঙ্গ উল্লেখ করেই যুক্তরাষ্ট্রকে এমন হুমকি দিয়েছেন শি। ওলি চীনের প্রেসিডেন্টকে আশ্বস্ত করে বলেছেন, নেপালের মাটিতে চীনবিরোধী কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।
দীর্ঘ ২২ বছর পর চীনের কোনো প্রেসিডেন্ট নেপাল সফরে গেলেন। তার সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি হতে পারে।
চীনা প্রেসিডেন্ট বলেন, কোনো বহির্শক্তি যদি চীনের কোনো অংশকে আলাদা করতে চায় তাহলে তারা খন্ড-বিখন্ড শরীরের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়বে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। কেউ সমর্থন দিলেও চীনারা তাদের প্রতিহত করবে বলে উল্লেখ করেন শি জিনপিং।
উল্লেখ্য, গত চার মাসের বেশি সময় ধরে হংকংয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ চলছে। মূল দাবি মেনে নিলেও চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল হংকংয়ে চীনবিরোধীরা বিক্ষোভ চলছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু