চীনের সঙ্গে সংঘর্ষে ভারতীয় আরও এক সেনা নিহত
সম্প্রতি চীনের সঙ্গে ভারতের সংঘর্ষে আরও এক বিশেষ বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকেই উপত্যকা এলাকায় দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থান করছে।
দুই মাস আগে চীনের সঙ্গে সংঘর্ষে ভারতীয় ২০ সেনা নিহত হওয়ার পর সীমান্ত এলাকায় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে সম্প্রতি ৪৮ ঘণ্টার ব্যবধানে দুইবার সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানায়।
১৯৬২ সালে চীন-ভারতের সংঘর্ষের সময়ও একে অপরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলেছিল। সম্প্রতি দিল্লি-বেইজিং সংঘর্ষেও দুই দেশ অনুপ্রবেশের পাল্টা-পাল্টি অভিযোগ করছে।
তিব্বতের নির্বাসিত সংসদ সদস্য নামগিয়াল দোলকার লাগিয়ারি বার্তা সংস্থা এএফপিকে বলেন, শনিবার রাতের সংঘর্ষে তিব্বতিয়ান বংশোদ্ভূত এক ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। এসময় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের (এসএফএফ) আরও এক সদস্য আহত হন। তবে নিহত সেনার নাম জানাতে পারেননি।
তবে ভারতীয় গণমাধ্যমে দেশটির কোনও সৈন্য নিহত হওয়ার খবর দেখা যায়নি। ভারত সরকারও এসএফএফের কার্যক্রম সম্পর্কে কোনও মন্তব্য করেনি।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত শনিবার সীমান্তে স্থিতিশীল অবস্থা পরিবর্তনে চীনা সেনারা উস্কানিমূলক সামরিক কর্মকাণ্ড করছিল।
এদিকে বুধবার চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়াং বলেন, সবশেষ ঘটনায় কোনো ভারতীয় সৈনিক নিহত হয়নি।