‘চুম্মা’ শিরোনামে শাকিব খান এখন তুঙ্গে !

ই-বার্তা ।।  ‘আমি নেতা হবো’ ছবির একটি গান ‘অন মোর চুম্মা’ ব্যাপক সাড়া ফেলেছে। আমি নেতা হবো শিরনামের এই ছবির গানটি ২৮ তারিখে ‘এসকে মুভিস’ নামে উইটিউব চ্যানেলে ছাড়া হয়। প্রথমদিনেই গানটি ১ মিলিয়নের উপড়ে দর্শক ভিউ হয়।

শাকিব খানের নতুন ছবি আমি নেতা হবো। এই ছবির মুল চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, নায়িকার চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম।

এই ছবির ‘চুম্মা’ গানটি ২৮ তারিখে মুক্তির পরে এখন পর্যন্ত দর্শকরা দেখেছেন ৫৭ লাখের বেশিবার, যা এর আগে বাংলা ছবির কোন গানে এতো কমসময়ে এতবার বেশি ভিউ হয়নি।

শাকিব খান, বিদ্যা মিম অভিনীত এই ছবিটি প্রযোজনা করেছেন উত্তম আকাশ। গানটির সঙ্গীত পরিচালনা করেন, সেলিম খান, সুর দেন শ্রী প্রীতম, জেমি ইয়াসমিন ও বনি আর গানটি লিখেন সুদীপ কুমার দ্বিপ।

 

 

ই-বার্তা/এ এস