নাটোর জেলা ছাত্রদলের সভাপতি তুষার গ্রেফতার

ই-বার্তা ডেস্ক ।।  একাধিক মামলার পলাতক আসামী  নাটোর জেলা ছাত্রদল সভাপতি ও এন এস সরকারী কলেজের ভিপি সানোয়ার হোসেন তুষার (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার বিকেলে শহরের দক্ষিণ বড়গাছার বুড়াদর্গা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তুষার শহরের স্টেশন বড়গাছা এলাকার মৃত কোরবান আলীর ছেলে।

 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া সানোয়ার হোসেন তুষারের নামে নাটোর সদর থানায় হত্যা ও বিষ্ফোরক আইনে মামলা সহ ৩/৪ টি মামলা রয়েছে। এসব মামলায় তার নামে গ্রেফতারী পরোয়ানা আছে এবং তদন্তনাধীন মামলার পলাতক আসামীও ছিলেন তিনি।

 

 

 

ই-বার্তা/ডেস্ক