জরুরি অবস্থা জারির হুমকি ট্রাম্পের
ই-বার্তা ডেস্ক।। জরুরি অবস্থা জারির হুমকি দিলেন ট্রাম্প। মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলা নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতবিরোধ সমাধানের কোনো ইঙ্গিতই মিলছে না। এই পরিস্থিতিতে ফের এই হুমকি দিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করলে আদালতে যেতে পারেন ডেমোক্র্যাটেরা।
মেক্সিকো সীমান্তে প্রাচীর নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডেমোক্র্যাটদের মতবিরোধের জেরে আপাতত ফেডারেল সরকারে ‘শাট ডাউন’ চলছে। গতকাল শনিবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘‘এই মতবিরোধ সমাধানের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। ডেমোক্র্যাটেরা প্রায় সব ক্ষেত্রে বাধা দিচ্ছেন। সুতরাং জরুরি অবস্থা জারি করতে হতেই পারে।’’
একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, ‘‘প্রাচীর ছাড়া অনুপ্রবেশ রোখার কোনও পথ নেই।’’ তার দাবি, শরণার্থীদের আরও তিনটি দল মার্কিন সীমান্তের দিকে আসছে। ট্রাম্পের বক্তব্য, ‘‘সীমান্তরক্ষী বাহিনীকে সাহায্য করতে আমরা আড়াই হাজার সেনা পাঠিয়েছি। তারা প্রশংসনীয় কাজ করেছেন। সীমান্তে কিছু প্রাচীর ও বেড়া তৈরি হয়েছে।’’
ই-বার্তা/ মাহারুশ হাসান