জাতিসংঘ বিরোধী বিক্ষোভে কঙ্গোতে ৪ জন নিহত
ই-বার্তা ডেস্ক।। গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে মিলিশিয়াদের ভয়াবহ হামলা বন্ধে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদস্যরা ব্যর্থ এমন প্রশ্নে তাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পরে। এতে দেশটির পূর্বাঞ্চলে সোমবার কমপক্ষে চার বিক্ষোভকারী নিহত হয়েছে।
কঙ্গোর পূর্বাঞ্চলীয় বেনি শহরে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা দেশটির সামরিক বাহিনীর হুশিয়ারি উপেক্ষা করে জাতিসংঘ মিশনের একটি ক্যাম্পে হামলা চালায়। এতে সেখানে চারজন নিহত হয়। বেনিতে রাতে হামলায় আটজন নিহত হওয়ার পর এ সহিংস ঘটনা ঘটলো।
সর্বশেষ এ হামলার ঘটনায় অ্যালিয়েড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) মিলিশিয়াকে দায়ী করা হয়। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের বিশাল বহর মোতায়েন থাকা সত্ত্বেও সেখানে চরম অস্থিরতা নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এতে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে জাতিসংঘের ওই ক্যাম্পে হামলা চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। তারা বেনির টাউন হলেও আগুন ধরিয়ে দেয়। এতে হলটির আংশিক ক্ষতি হয়।
সামরিক প্রসিকিউটর কুম্বু নগোমা বলেন, ‘এদিন সংঘর্ষ চলাকালে সেখানে চারজন নিহত হয়। এ সময় ১০ বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর তিন সদস্য আহত হয়।’
ই-বার্তা/সালাউদ্দিন সাজু