জাহ্নবীর প্রথম ছবি দেখে গেয়েছিলেন শ্রীদেবী!

ই-বার্তা।।  মা শ্রীদেবীকে হারানোর স্মৃতি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে জাহ্নবীকে। মায়ের মৃত্যুর সময় পাশেও থাকতে পারেননি। কিন্তু মায়ের সঙ্গে কাটানো শেষ রাতের স্মৃতি এখনো উজ্জ্বল।

‘ধড়ক’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় মায়ের সঙ্গে দুবাইতে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি জাহ্নবী। সম্প্রতি ‘ভোগ’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ধড়ক’ ছবির বিষয়ে কথা বলতে গিয়ে মা’কে নিয়ে স্মৃতিচারণ করেন জাহ্নবী।

তিনি বলেন, মা দুবাইতে পাড়ি দেওয়ার আগের দিন তাঁর সঙ্গে আমার আসন্ন ‘ধড়ক’ ছবি নিয়ে গল্প করেছিলাম। দু’জনে ছবিটি প্রায় ২৫ মিনিট পর্যন্ত দেখেছিলাম। সিনেমার বিভিন্ন বিষয়ে তিনি আমাকে পরামর্শও দিয়েছিলেন। এরপর মা ব্যাগ গোছাতে চলে যান। ততোক্ষণে আমার তন্দ্রা লেগে আসে। শুধু এটুকু বুঝতে পেরেছিলাম যে, শোবার ঘরে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন মা। ওটাই তাঁর শেষ স্পর্শ। সেই যে গেলেন, আর ফিরে এলেন না।’

জাহ্নবী অভিনীত ‘ধড়ক’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ঈশান খট্রর। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জুলাই মুক্তি পাবে ছবিটি।

preload imagepreload image