ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
ই-বার্তা ডেস্ক।। শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নাকোল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছে।
এ সময় কয়েকটি বাড়ি ভাংচুর করা হয়। আহতদের মধ্যে ১৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শৈলকুপার থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে নাকোল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে জসিম উদ্দিনকে প্রতিপক্ষ বশির উদ্দিনের সমর্থকরা মারধর করে। এর জের ধরে শনিবার সকালে উভয়পক্ষ ঢাল, সরকি, রামদা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে শৈলকুপা থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু