ঝিনাইদহে ছিনতাই করে পালানোর সময় ৩ নারী আটক
ই- বার্তা ডেস্ক।। ছিনতাই করে পালানোর সময় ঝিনাইদহে তিন নারীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন হাটখোলার ফিরোজের মুদি দোকানের ভেতর থেকে তাদের আটক করা হয়।
এ সময় আটক হয়েছেন – রাশিদা (৩৫), আছিয়া (৪০) ও সুফিয়া (৪৫)। তাদের সবার বাড়ি ফরিদপুর শহরে।
এই বিষয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, ছিনতাই করে পালানোর সময় শহরের নতুন হাটখোলায় অভিযান চালিয়ে ওই তিন নারীকে আটক করা হয়। এ সময় তাদের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ছিনতাইকৃত টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম