ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ই- বার্তা ডেস্ক।। ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সদরের ক্যাডেট কলেজ সম্মুখে ও লাউদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার শাহাবুদ্দিন জোয়াদ্দারের স্ত্রী শাহনাজ বেগম (৫২) এবং কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার ইউনুস মন্ডল (৬৫)।
এই বিষয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহর থেকে মোটরসাইকেল যোগে স্বামীর সঙ্গে গাড়াগঞ্জ এলাকায় যাচ্ছিলেন শাহনাজ বেগম।
পথিমধ্যে ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেল থেকে পড়ে যায় শাহনাজ। ওই সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।
অন্যদিকে জেলা সদরের লাউদিয়া নামক স্থানে আসরের নামাজ পড়ে রাস্তা পার হচ্ছিল ইউনুস মন্ডল। সে সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম