টেকনাফে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
ই-বার্তা ডেস্ক।। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিয়মিতই জড়িয়ে পড়ছে ইয়াবাসহ নানা মাদক আমদানিতে। কক্সবাজারের টেকনাফে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রফিক (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে জাদিমুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। রফিক টেকনাফের মুচনী ২৬ নম্বর রোহিঙ্গা শিবিরের জি ব্লকের মৃত গুরা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি।
র্যাব জানিয়েছে, মাদক ব্যবসায়ী টেকনাফের হ্নীলা ইউনিয়নের এর ৯ নম্বর ওয়ার্ডস্থ জাদিমুরা এলাকায় ফোর স্টার ইট ভাটার সামনে রফিক ইয়াবা বেচা-কেনার জন্য অবস্থান করছে । এমন খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিককে আটক করা হয়।
এর আগেও বেশ কয়েকজন রোহিঙ্গা ইয়াবা কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আবার অনেকেই বন্দুকযুদ্ধে নিহতও হয়েছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু