ডজন ডজন মামলা ঘাড়ে নিয়ে নির্বাচনে জয়লাভ করেছিঃ ওবায়দুল কাদের

ই-বার্তা ডেস্ক ।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপির চরিত্র বদলায়নি , তারা সরকারে থাকার সময় একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছিল।ময়মনসিংহ সিনেমা হলে বোমা হামলার মামলা দিয়েছে শেখ সেলিমের বিরুদ্ধে।প্লেট চুরির মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে । ডজন ডজন মামলা ঘাড়ে নিয়ে নির্বাচন করে আমরা পাস করে এসেছি।

 

 

মঙ্গলবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের চত্বরে ঢাকা ১০ আসনের নির্বাচনী গণসংযোগের আগে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, এখন সবচেয়ে শান্তিপূর্ণ এবং ভালো পবিবেশ বিরাজ করছে।নির্বাচনের জন্য এর চেয়ে ভালো পরিবেশ আর হয় না। বিএনপিকে বারবার আহবান জানানো হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের জন্য। সুস্থ একটি প্রতিযোগিতার মাধ্যমে আমরা নির্বাচন করতে চাই কিন্তু তারা বলছে, আন্দোলনের কথা। আন্দোলনের নামে ২০১৪ সালের মতো যদি বোমা, আগুন, সন্ত্রাস ও সহিংসতার আগুন ছড়ানো হয় তাহলে তাদেরও (বিএনপি) উচিত জবাব দেবে দেশের জনগণ।

ঢাকা ১০ আসনেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসে সভাপতিত্বে এ আয়োজনে আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ঢাকা মহানগর উত্তর ছত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

ই-বার্তা / ডেস্ক