‘ডেডপুল’ তারকা, টুইটারে ট্রল করলেন নিজ স্ত্রীকে!
ই-বার্তা।। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে থ্রিলার ধাঁচের হলিউড ছবি ‘এ সিম্পল ফেভার’। ছবির মূল চরিত্র এমিলি ডিকেনসন, রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়। ছবির ট্যাগলাইন, এমিলির কী হয়েছিল?
ছবিতে এমিলি চরিত্রে অভিনয় করেছেন ব্লেক লাইভলি। ট্রেইলার প্রকাশ হওয়ার পর দর্শকরা এমিলি চরিত্রটির হঠাৎ নিখোঁজের কারণ বোঝার চেষ্টা করছেন। এসব কৌতূহলী দর্শকদের তালিকায় আছেন হলিউডের জনপ্রিয় তারকা রায়ান রেনোল্ডসও। এজন্য তিনি সাহায্য নিয়েছেন টুইটারের। স্বয়ং এমিলি চরিত্রে যিনি অভিনয় করেছেন তাকেই জিজ্ঞেস করেছেন এ প্রশ্ন। ব্লেক লাইভলি তার ভক্তের প্রশ্নে সাড়াও দিয়েছেন। স্বামী বলে কথা!
২০১২ সালে বিয়ে করেন রায়ান ও ব্লেক। দুই সন্তান আছে তাদের সংসারে। ছবির কাহিনী জানতে দাম্পত্য জীবনকেই টেনে এনেছেন রায়ান। স্ত্রীকে ট্রল (খোঁচা) করে টুইটারে ‘ডেডপুল’ তারকা লিখেছেন, তুমি আমাকে অন্তত বলতে পার। আমরা স্বামী-স্ত্রী। বাচ্চা জন্মের সময় একবার হাসপাতালে তোমার পাশেও ছিলাম। তাই… বল এমিলির কী হয়েছে?
প্রশ্নের উত্তর দিলেও এমিলির রহস্যময় নিখোঁজের বিষয়টি স্বামীর কাছে রহস্যেই মুড়ে রেখেছেন ব্লেক লাইভলি।
সূত্র: ডেইলি মেইল