ঢাকা সিটি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত রাতে: মির্জা ফখরুল
ই-বার্তা ডেস্ক ।। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দুই সিটির ৩৬টি সাধারণ এবং ১২টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে অংশ নেবে কি নেবে না সে বিষয়ে আজ রাতেই সিদ্ধান্ত নেবে বিএনপি।এমনটিই গনমাধ্যমে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে প্রয়াত আরাফাত রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা জানান।এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এ সময় কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি বলেন, সন্ধ্যায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক আছে, বৈঠকে আলোচনার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে ভোটে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ সময় আরাফাত রহমানের স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল। বলেন, আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও মানসিক পীড়নে অকালেই পৃথিবী ছাড়তে হয়েছে আরাফাত রহমানকে।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম