ঢাকা সেনানিবাসে ২১ নভেম্বর যান চলাচল সীমিত থাকবে
ই-বার্তা ডেস্ক।। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকা সেনানিবাসে যানবাহন চলাচল সীমিত থাকবে।
দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের রাস্তা যানজটমুক্ত রাখা, সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী গাড়ি ছাড়া অন্য গাড়ি চালকদের ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে। এ জন্য বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১০ এবং দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সেনানিবাস এলাকার রাস্তা দিয়ে গাড়ি চলাচল না করার অনুরোধ করা হয়।
যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়। এ উপলক্ষে ২১ নভেম্বর সেনাকুঞ্জের বৈকালীন সংবর্ধনা অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীতে কর্মরত আমন্ত্রিত কর্মকর্তাদের বিকাল ৩টার মধ্যে এবং অন্যান্য অতিথিদের বিকাল সোয়া ৩টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।