দাবানল শহরের কাছে চলে আসায় আতঙ্কে উত্তর সিডনি

ই-বার্তা ডেস্ক।।  বারবার চেষ্টা করেও নেভানো যাচ্ছে না সিডনির উত্তরে জ্বলতে থাকা দাবানল।  ফায়ার সার্ভিসের একান্ত চেষ্টার পরও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে সিডনি ফায়ার সার্ভিস বিভাগ।    

এবার অস্ট্রেলিয়ায় দাবানলের ঘটনা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। জানা যায় বনে প্রায় ১১০টি দাবানলের ঘটনায় এখনও ৬০টির বেশি অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। সিডনির উত্তরে জ্বলতে থাকা দাবানল নিয়ে বেশি দুশ্চিন্তা করা হচ্ছে। কেননা সিডনির একটি শহরের খুব কাছে পৌঁছে গেছে দাবানল। প্রায় ৬০ কিলোমিটার এলাকা জুড়ে জ্বলছে এই আগুন যার ওপর কারো কোন নিয়ন্ত্রণ নেই। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে উত্তর পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে এই দাবানল। 

এই অঞ্চলে থাকা সকলকে সাবধানে থাকতে এবং দাবানল থেকে নিরাপদ দূরত্বে চলে আসার নির্দেশনা প্রদান করে সিডনি ফায়ার সার্ভিস বিভাগ।

অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায় শুরু হওয়া এ দাবানলের কারণে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে, বাড়ি-ঘর পুড়েছে সাতশ। আগুন লাগার সময় আসার আগেই শুরু হওয়া এই তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু 

preload imagepreload image