দীপিকার জীবনে আমার মতো লোকের প্রয়োজন: রামদেব
ই- বার্তা ডেস্ক।। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) শিক্ষার্থীদের ওপরে নির্যাতন চালায় একদল মুখোশধারী দুর্বৃত্ত।
এর প্রতিবাদে জেএনইউ ক্যাম্পাসে হাজির হন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। সেখানে ঐশী ঘোষসহ ওই ঘটনায় আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে বিজেপির রোষাণলে পড়েন দীপিকা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, এবার এই ইস্যুতে মুখ খুলে আলোচনায় এলেন ভারতের যোগগুরু বাবা রামদেব।
এ ঘটনায় দীপিকাকে সমর্থন জানিয়ে রামদেব বলেন, দীপিকার জীবনে আমার মত একজন ব্যক্তির ভীষণ প্রয়োজন, যে তাকে সব বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবে। এখানেই শেষ নয়, রামাদেব আরও বলেন, ‘দীপিকার উচিত, প্রথমে দেশের সামাজিক রাজনৈতিক পরিস্থিতি এবং সংস্কৃতি সম্পর্কে জানা, তারপর কোনও সিদ্ধান্ত নেওয়া।
বাবা রামদেব ছাড়াও অনেকেই দীপিকার পাশে দাঁড়িয়েছেন। পরিচালক প্রযোজক অনুরাগ কাশ্যপের কথায়, দীপিকা পুরুষের চেয়েও শক্তিশালী। তার এই পদক্ষেপে কোনও রকম প্রচার পাওয়ার উদ্দেশ্য নেই। এ ছাড়া দীপিকার হয়ে মুখ খুলেছেন কানহাইয়া কুমার।
সম্প্রতি দীপিকা অভিনীত ও মেঘনা গুলজার পরিচালিত জীবনীভিত্তিক ছবি ‘ছপাক’ মুক্তি পেয়েছে।