দুদকের সহকারী পরিচালক বরখাস্ত
ই- বার্তা ডেস্ক।। অনুমতি ছাড়াই কাজে অনুপস্থিত থাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুপুরে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আকস্মিভাবে কমিশনের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় স্থাপিত ‘অভিযোগ কেন্দ্র’ (হটলাইন ১০৬) পরিদর্শনে যান। এসময় তিনি সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানকে কোনো প্রকার অনুমতি ছাড়াই অনুপস্থিত পান। এসময় তাৎক্ষণিকভাবে কমিশনের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান কমিশনের প্রশাসন অনুবিভাগকে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরে ওই কর্মকর্তার কার্যকলাপে দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বিধায় তাকে দুর্নীতি দমন কমিশন চাকুরী বিধিমালা, ২০০৮ এর বিধি অনুযায়ী ‘দায়িত্ব পালনে অবহেলা’ ও ‘অসদাচারণ’ এর অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম