দু’নায়িকার ভাগ্য এখন দর্শকের হাতে

ই-বার্তা ।। প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল দুটি ছবি। এর মধ্যে একটি হচ্ছে শাহনেওয়াজ শানু পরিচালিত বাপ্পি ও মাহি অভিনীত পলকে পলকে তোমাকে চাই’ এবং গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত পরীমনি ও ইয়াশ রোহান অভিনীত ‘স্বপ্নজাল’।

প্রায় এক বছর হল বাপ্পি ও মাহি জুটির কোনো ছবি মুক্তি পাচ্ছে না প্রেক্ষাগৃহে। আজ নতুন ছবি মুক্তির মাধ্যমে দীর্ঘদিনের বিরতি ঘুচল এ জুটির। ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় গত ৩ এপ্রিল।

সময় স্বল্পতার কারণে এটি নিয়ে কোনো ধরনের প্রচারণা চালান সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাপ্পি। প্রচারণা ছাড়াও ছবিটি দেশের ৮০টি হলে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।

 

অন্যদিকে আজ ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’।

 

ছবিটি প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘এ ছবিতে একটা সুন্দর গল্প দেখান হয়েছে। প্রেক্ষাগৃহে এলেই সেটা দর্শকরা বুঝতে পারবেন। আশা করি, দর্শক নিরাশ হবেন না।’ দুই ছবির মাধ্যমে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন মাহিয়া মাহি ও পরীমনি।

 

মাহির ভাগ্যে সফল নায়িকার তকমা জুটলেও পরীমনি ভাগ্যে এখনও পর্যন্ত কোনো সফল ছবি নেই। দু’নায়িকার ভাগ্য এখন ঝুলে আছে দর্শকের হাতে। আজ মুক্তিপ্রাপ্ত দুটি ছবি দিয়েই সেই ভাগ্য পরীক্ষার প্রহর শুরু হল।

 

 

ই-বার্তা/ডেস্ক