দুর্যোগের মধ্যে এগিয়ে চলার নাম আওয়ামী লীগঃ কাদের
ই- বার্তা ডেস্ক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন যে, পকেট ভারী করার জন্য খারাপ লোকদের দলে টানবেন না। মনে রাখবেন ক্লিন ইমেজের লোক চাই আমরা। দলে ক্লিন ইমেজ গড়ে তুলতে হবে।
আজ শনিবার ফেনী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, আওয়ামী লীগের দরজা সুশিক্ষিত ও ভালো লোকদের জন্য খুলে দিয়েছেন শেখ হাসিনা। ঝড়ের মধ্যে, অন্ধকার ও দুর্যোগের মধ্যে এগিয়ে চলার নাম আওয়ামী লীগ। দুর্যোগের মধ্যে সংগ্রাম করে আমাদের নেতাকর্মীরা প্রমাণ করেছেন, সংগ্রাম করে আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন। কাজেই গণতন্ত্র ও বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।
চলমান শুদ্ধি অভিযানের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, অতীতে যা হয়নি, খালেদা জিয়া যা পারেননি সেটিই শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টার্গেটে পৌঁছা না পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে।