দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফেল করেছে ৩ লাখ, ২১ জনের আত্মহত্যা
ই-বার্তা ডেস্ক।। ভারতের তেলঙ্গানা রাজ্যে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় তিন লাখের বেশি শিক্ষার্থী ফেল করেছেন। গত ১৮ এপ্রিল ফল প্রকাশের পর কৃতকার্য হতে না পারায় এ পর্যন্ত ২১ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
এবার রাজ্যটির দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশ নিয়েছিল ৯ লাখ ৭৪ হাজার শিক্ষার্থী। উত্তরপত্রে নম্বর কম দেয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরাও বিক্ষোভ শুরু করেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের নম্বর দেয়ার ক্ষেত্রে শিক্ষা বোর্ড অনেক ভুল করেছে। কারা পরীক্ষা দিতে পারবেন, কোথায় হল পড়বে কিংবা কারা খাতা দেখবেন, এসব নির্ধারণের দায়িত্ব ছিল বেসরকারি সংস্থা গ্লোবঅ্যারেনা টেকনোলজিসের উপর। এই প্রতিষ্ঠানটির ভুলের কারণেই এতগুলো শিক্ষার্থী ফেল করেছেন বলেও অভিযোগ করা হচ্ছে।
তবে ভুলত্রুটির জন্য প্রযুক্তিগত সমস্যাকে দায়ী করে রাজ্যটির শিক্ষা সচিব বলেন, পরীক্ষকরাও হয়ত কোনো কোনো ক্ষেত্রে ভুল করেছেন। সবকিছু তদন্ত করে দেখা হবে। দোষী প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু