দ্রুত বিচার আইন বাতিলের দাবি জামায়াতের
ই- বার্তা ডেস্ক।। বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্রুত বিচার আইন বাতিলের দাবি জানিয়েছে ।
আজ বুধবার (১০ জুলাই) জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বর্তমানে অনির্বাচিত সরকারের হাতে এ আইনটি কেবল মাত্র মানবাধিকার হরণের কাজে ব্যবহৃত হচ্ছে। তাই এ আইন অবিলম্বে বাতিল করতে হবে।’
দ্রুত বিচার আইনের মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে জাতীয় সংসদে বিল পাস করার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘দ্রুত বিচার আইনের মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে জাতীয় সংসদে বিল পাস করার প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার অসৎ উদ্দেশ্যেই দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ানো হলো।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হীন উদ্দেশ্যেই এ আইনের মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে। সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির অজুহাতে আইনটির মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধি করলেও কার্যতঃ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতিই লক্ষ্য করা যাচ্ছে না বরং ক্রমেই অবনতি হচ্ছে।’
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম