ধামরাইয়ে পরপর তিনবার এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থী আত্মহত্যা
ই- বার্তা ডেস্ক।। ঢাকার৬পরপর তিনবার এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
আজ সোমবার দুপুরে উপজেলার সোমবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ফারজানা আক্তার (১৮)। ফারজানা সোমবাগ ইউনিয়নের চাপিল গ্রামের ফারুক হোসেন মেয়ে।
এই বিষয়ে ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার পর ওই শিক্ষার্থী নিজের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে এর আগেও দুইবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। এবার তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়েও ফেল করায় আত্মহত্যা করেছে।
প্রাথমিক ময়নাতদন্তের পর ওই শিক্ষার্থীর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম