নষ্ট রাজনীতির প্রবর্তক ও প্রচারক ড. কামাল হোসেনঃ ওবায়দুল কাদের
ই-বার্তা ডেস্ক ।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামী সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন।
ওবায়দুল কাদের টঙ্গিতে এক পথসভায় বলেন, নষ্ট রাজনীতির প্রবর্তক ও প্রচারক ড. কামাল হোসেন।এখন বিএনপি’র সাথে হাত মিলিয়েছেন তিনি । আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ বুধবার গাজীপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
সেতুমন্ত্রী আরো বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে একজন অপরাধী হিসেবে, ঐক্যফ্রন্টের নেতা হিসেবে নয়। বিএনপি মাইনাস-টু এর নেতাদের সাথে হাত মিলিয়েছে। টঙ্গী থেকে আওয়ামী লীগের নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেতুমন্ত্রী।
ই-বার্তা / ডেস্ক