নিউজিল্যান্ডের মানুষ মানবতার শিক্ষা দিয়েছেঃ এরদোগান
ই-বার্তা ডেস্ক।। গত সপ্তাহে ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার ঘটনায় নিউজিল্যান্ডের মানবিক অবস্থানের প্রশংসা করে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, নিউজিল্যান্ডের মানুষ মানবতার শিক্ষা দিয়েছে, যারা তাদের মানবতা ভাগ করেনি।
১৫ মার্চ দুই মসজিদে অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেনটন টেরেন্টের সন্ত্রাসী হামলায় ৫০ মুসল্লি নিহত সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ হামলার পর নিউজিল্যান্ড এ ঘটনাকে একটি কালো দিন বলে ঘোষণা করেছে।
এরদোগান বলেছিলেন, নিউজিল্যান্ডের মানুষ সন্ত্রাসবাদের সঙ্গে কখনও সংযুক্ত হতে পারে না।
সরাসরি সম্প্রচারে সাক্ষাৎকারে এরদোগান নিউজিল্যান্ডের জনগণের প্রশংসা করেন। হতাহতদের পরিবারের প্রতি দেশটির জনগণের সমবেত হয়ে শ্রদ্ধারও প্রশংসা করেন।
হামলার পর থেকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান মুসলিমদের পক্ষে একাত্ম ও সংহতির আহ্বান জানান
উল্লেখ্য, নিউজিল্যান্ডের জনগণকে সন্ত্রাসের বিরুদ্ধে এবং হতাহতদের পক্ষে সংহতি জানানোয় হৃদয়গ্রাহী ধন্যবাদ জানান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
ই-বার্তা/ মাহারুশ হাসান